প্রচ্ছদ

২০২২ সালের একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক

  |  ১৫:০৮, ফেব্রুয়ারি ০৭, ২০২২
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual2 Ad Code

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৪ গুণীজনকে বছর (২০২২)একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এর মধ্যে পাঁচজনকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়েছে

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক তালিকায় একুশে পদকে ভূষিত ২৪ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রকাশ করা হয়

একুশে পদক পাচ্ছেন যারা

ভাষা আন্দোলনে মোস্তফা এম. . মতিন (মরণোত্তর) মির্জা তোফাজ্জল হোসেন মুকুল (মরণোত্তর) শিল্পকলায় জিনাত বরকতউল্লাহ, নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান রেণু, খালেদ মাহমুদ খান (মরণোত্তর), আফজাল হোসেন, মাসুম আজিজ। মুক্তিযুদ্ধে আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ ..বি এম রহমান, আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় এম মালেক

Manual7 Ad Code

বিজ্ঞান প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক . গৌতম বুদ্ধ দাশ, সমাজসেবায় এস. এম. আব্রাহাম লিংকন সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। ভাষা সাহিত্যে কবি কামাল চৌধুরী ঝর্ণা দাশ পুরকায়স্থ। গবেষণায় . মো. আব্দুস সাত্তার মণ্ডল, . মো. এনামুল হক (দলগত, দলনেতা), . সাহানাজ সুলতানা (দলগত), .জান্নাতুল ফেরদৌস (দলগত)

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ চার লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা একটি সম্মাননাপত্র দেয়া হয় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code