প্রচ্ছদ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই

  |  ১৭:৫২, জুন ০১, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়ে গেছে। গত রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণীতে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান।

Manual8 Ad Code

এম এ মান্নান বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। কিছু বুঝে ওঠার আগেই হুট করে কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।

তিনি বলেন, কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। এরপর গাড়িতে থাকা গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল। তবে গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।

Manual4 Ad Code

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

Manual2 Ad Code

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান গণমাধ্যমকে জানান, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। ফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।

Manual1 Ad Code
Manual4 Ad Code