প্রচ্ছদ

ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না : প্রতিমন্ত্রী

  |  ১২:১৬, এপ্রিল ২৭, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শ বার্তা ডেস্ক :

Manual4 Ad Code

ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লেখেন, ভ্যাকসিন এবং অক্সিজেন নিয়ে আমরা কাজ করছি। অগ্রগতিও ভালো। ইনশাল্লাহ বাংলাদেশ কোনো সংকটে পড়বে না।

শাহরিয়ার আলম সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে লেখেন, শুধু আপনাদের কাছে অনুরোধ কভিডকে ডেকে আনবেন না। সবসময় মাস্ক ব্যবহার করুন। সরকারি বিধিনিষেধ মেনে চললে সংকট মোকাবিলা করা সম্ভব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মে মাসে সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারতের বাইরেও টিকার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।

Manual2 Ad Code

এদিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মে মাসেই আসছে রাশিয়ার টিকা টিকা স্পুটনিক-৫। আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। অন্যদিকে, চীনের টিকাও দ্রুত দেশে আনার কথা ভাবছে সরকার।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code