প্রচ্ছদ

করোনায় মৃত্যুর হার কমলো

  |  ১১:১৭, এপ্রিল ২৩, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual8 Ad Code

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের প্রাণহানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছিল। আগের দিনের চেয়ে মৃত্যু হার কমলো আজ।

এ নিয়ে মোট প্রাণহানি হলো ১০ হাজার ৮৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৭৮৭টি।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬২৯ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

Manual2 Ad Code

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৬২ জন ও নারী ২৬ জন। ঢাকা বিভাগেরই রয়েছেন ৫৩ জন। এছাড়া চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ৩, খুলনায় ৩, সিলেটে ৩, রংপুরে ৩ ও ময়মনসিংহে ৫ জন রয়েছেন। এদের মধ্যে ৮৭ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ১ জন মারা যান।

Manual4 Ad Code

গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৬০ জন, ৫১ থেকে ৬০ বছরের এর মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের এর মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের এর মধ্যে ৬ জন, এছাড়া ০ থেকে ১০ বছরের মধ্যে ১ মারা গেছেন।

Manual1 Ad Code
Manual2 Ad Code