প্রচ্ছদ

বাংলা নববর্ষের শুভেচ্ছায় গুগলের ডুডল

  |  ১১:৪৯, এপ্রিল ১৪, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৮। ১৪২৭ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। গত বছরের মতো এবারও আনন্দের সময় কেড়ে নিচ্ছে করোনাভাইরাস।

Manual1 Ad Code

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনার কারণে এবারের বাংলা নববর্ষ বরণে থাকছে না শারীরিক উপস্থিতি। ফলে দ্বিতীয় বারের মতো করোনাকালের পয়লা বৈশাখ দেখছে বাংলাদেশ।

Manual4 Ad Code

কিন্তু অনলাইনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গুগল হোমপেজে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছে বিশেষ ডুডল।

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন ডুডল প্রকাশ করেছে। গুগলের হোমপেজে গেলেই বুধবার (১৪ এপ্রিল) চোখে পড়ছে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য বানানো হচ্ছে বাঘের মুখোশ ও বিভিন্ন প্রতিকৃতি। লাল, নীল, সাদা রঙ তুলির ছোঁয়ায় আরও ফুটিয়ে তোলা হচ্ছে বাঘের চোখ। তারই অ্যানিমেটেড রূপ গুগলের সার্চ বারে শোভা পাচ্ছে।

Manual5 Ad Code

গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এই ডুডল। বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল।

গুগলের দেখানো ম্যাপ অনুযায়ী নববর্ষের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। গত বছরেও গুগল পয়লা বৈশাখের ডুডল তৈরি করেছিল। ওই ডুডলে প্রতীকী রঙিন হাতি তুলে ধরেছিল গুগল।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code