প্রচ্ছদ

সিলেটে কঠোর লকডাউন, রাস্তা জনশূণ্য

  |  ০৮:০৪, এপ্রিল ১৪, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে ৭ দিনের ‘কঠোর লকডাউন’ শুরু হয়েছে। ১ম দিনে সিলেটের প্রায় সব সড়ক যান এবং জনশুন্য ।
পুলিশের কঠোর অবস্থান থাকায় জরুরী প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছেন না । শহরে কেবল ওষুধ এবং খাবারের দোকান খোলা আছে।

Manual7 Ad Code

আজ বুধবার ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউনে চলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে থাকবে সিভিল প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকে সিলেট নগরীর জিতুমিয়ার পয়েন্ট, তালতলা, বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার, পাঠানটুলা, জিন্দাবাজার, শিবগঞ্জ, টিলাগড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, স্বল্প সংখ্যক রিস্কা এবং মোটর সাইকেল চলাচল করছে। বেশিরভাগ মোটরসাইকেল লকডাউনের আওতামুক্ত সংবাদকর্মী ,জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার কর্মীদের। এছাড়া অনলাইনে পুলিশের মুভমেন্ট পাস নিয়েও কেউ কেউ মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন।

লকডাউনের ৭ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

Manual7 Ad Code

এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা।

Manual8 Ad Code

সূত্র: দৈনিক জালালাবাদ

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code