প্রচ্ছদ

বোরো ফসলের ভাণ্ডারখ্যাত শনির হাওরে ধানকাটা শুরু

  |  ১৫:৫৫, এপ্রিল ০৭, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual5 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ধান কাটা উৎসব উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের শনির হাওরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটা উৎসবের আয়োজন করে।
এসময় কৃষি শ্রমিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সিলেট পানি উন্নয়ন বোডের্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, সুনামগঞ্জ উপপরিচালক ফরিদুল হাসান, সুনামগঞ্জ পানি উন্নয়ন কর্মকর্তা সহিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, আওয়ামীলীগের অন্যতম সদস্য সেলিম আখঞ্জি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মৎস্যজীবীলীগের আহবায়ক আলম জিলানী সোহেল, সদস্য সচিব আজিজুল হক, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার প্রমুখ। পরে উন্নয়ন সহায়তা কার্যক্রমে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করেন।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code