প্রচ্ছদ

সিলেটে দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৮

  |  ১০:২২, ফেব্রুয়ারি ২৭, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

সিলেট অফিস :

দক্ষিণ সুরমার রশিদপুরে দুইবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। ওসমানী হাসপাতালে বেলা সাড়ে ১২ টার দিকে রহিমা খাতুন (৩০) নামের আরেক নারী মারা যান। তিনি সুনামগঞ্জের ছাতক থানার বাউয়ালী গ্রামের মফিজ আলীর মেয়ে।

আজ সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরের অদূরে ব্রিজের কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহনের বাসেরচালক ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদবসাগর (২৯) ও সিলেট নগরের আখালিয়া এলাকা শাহ কামাল (২৭) ও ছাতক বাংলাবাজার এলাকার রহিমা খাতুন (২৫)।

Manual1 Ad Code

এ ঘটনায় আরও ৩০ জন আহত হন। এর মধ্যে ১৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্য কয়েকজনের অবস্থা আশংকাজনক।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code