প্রচ্ছদ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে আগামী শনিবার বৈঠক: শিক্ষামন্ত্রী

  |  ১৮:২৯, ফেব্রুয়ারি ২৫, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার লক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, পহেলা মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে কিনা বিষয়টি নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। বিষয়টি বিশ্লেষনে সভায় জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে ৬০ কর্মদিবসে এসএসসি এবং ৮৪ কর্মদিবসে এইচএসসি’র সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো এবং কোনো ভুল সিদ্ধান্তে যেন পরিস্থিতি খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Manual1 Ad Code
Manual8 Ad Code