প্রচ্ছদ

ইউরোপিয়ান আ.লীগের সাবেক সম্পাদক এম এ গণি আর নেই

  |  ০৭:১২, ফেব্রুয়ারি ১১, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি। বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।অপরদিকে,এম এ গণির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।তারা এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এক শোক বার্তায় তাঁরা বলেন,এম এ গণি ছিলেন আমাদের অভিভাবক। প্রিয় নেতা গণি ভাইয়ের প্রয়াণে আমরা গভীরভাবে বেদনাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা।’

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code