প্রচ্ছদ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না

  |  ১১:২৯, নভেম্বর ২৯, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক :

জাতীয় রাজস্ব ভবনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। ছবি : এনটিভি
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বরের পর আর বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে করোনা পরিস্থিতির কারণে কেউ যদি ৩০ নভেম্বরের পরে রিটার্ন দিতে চান, তাহলে তাঁকে নিজ কর অঞ্চলে আবেদন করে সময় চেয়ে নিতে হবে। জাতীয় রাজস্ব ভবনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে যে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, রিটার্ন জমা দেওয়ার (ক্ষেত্রে), সেটি অতটা মনে করছি না। তবে ক্ষেত্র বিশেষে যদি এরকম হয়ে থাকে বা এ ধরনের যাঁরা কিছু কিছু… কিছু সংখ্যক ব্যক্তি সমস্যায় আছেন, তাদের মধ্যে আমাদের আলাদা একটা নিয়মই আছে যে তাঁরা কমিশনারের কাছে আবেদন করতে পারবেন, (এবং) কমিশনার টাইম এক্সটেন্ড (সময়সীমা বাড়ানো) করতে পারবেন। কমিশনারকে বলা আছে, যত আবেদন পাবেন, তাঁরা ওপেনলি সময় দিয়ে দেবেন।’

এনবিআরের চেয়ারম্যান আরো বলেন, ‘৩০ নভেম্বরের পরে রিটার্ন দিতে আগ্রহী করদাতার আবেদন, সংশ্লিষ্ট কর কমিশনারের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এক্ষেত্রে ২ শতাংশ জরিমানা নেওয়া হবে কি হবে না, সে বিষয়েও সিদ্ধান্ত নেবেন কর কমিশনার। এছাড়া ইটিআইএনধারী যাঁরা এবার রিটার্ন জমা না দেবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া ৩০ নভেম্বর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়কর দিবস পালিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।