প্রচ্ছদ

দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ এক হাজার ৬৬ জন

  |  ১০:৪০, আগস্ট ০৩, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আরো এক হাজার ৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৯০৫ জন। সুস্থতার হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা আজ সোমবার এসব তথ্য জানান।

Manual7 Ad Code

ডা. নাসিমা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩০ জন মারা গেছেন। এ ছাড়া এক হাজার ৩৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪২ হাজার ১০২ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৮৪ জনে।

অধ্যাপক নাসিমা বুলেটিনে জানান, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ২৩৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ চার হাজার ২৪৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯১ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ ও নারী পাঁচজন।

Manual8 Ad Code

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Manual1 Ad Code
Manual3 Ad Code