প্রচ্ছদ

স্থায়ী কমিটির বৈঠকে উপ নির্বাচনে অংশগ্রহণের চিন্তা বিএনপির

  |  ১৬:৪২, জুলাই ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual7 Ad Code

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে পরবর্তী উপ নির্বাচনগুলোতে অংশগ্রহণের চিন্তা করছে বিএনপি । শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

Manual8 Ad Code

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় আড়াই ঘন্টা এই বৈঠক চলে। বৈঠকে অংশ নেওয়া একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, করোনা মহামারিতে বিগত দুইটি উপ নির্বাচনে দল অংশ না নিলেও আগামীতে ইতিবাচক চিন্তা করা হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, জোটের শরীক জামায়াতে ইসলামীর সাথে সম্পর্ক রাখা না রাখা ইস্যুতে কোন সিদ্ধান্ত নেয়া না হলেও গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসায় অসন্তোষ প্রকাশ করেন কমিটির কোন কোন সদস্য।

ভার্চুয়াল বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

বৈঠকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সংগঠনের নেতা-কর্মীদের দাড়ানোর আহবান জানানো হয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code