সৌদি আরব যুবদল কর্মীর মৃত্যুতে আহমেদ আলী মুকিবের শোক
  প্রকাশিত হয়েছে    |  ০৯:২৩, জুন ০৪, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার, জামালপুর নিবাসী, সৌদিআরব জেদ্দা মহানগর যুবদলের সদস্য মাহমুদ মিয়া সম্প্রতি জেদ্দা কিং আব্দুল আজিজ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপির সভাপতি, আহমেদ আলী মুকিব।
এক শোক বার্তায় আহমেদ আলী মুকিব মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 
										