প্রচ্ছদ

নতুন স্বাস্থ্য সচিব মান্নান

  |  ০৮:২৯, জুন ০৪, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন সচিব নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে বদলি করেছে সরকার।

Manual3 Ad Code

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিবের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শেষে বিসিএস অষ্টম ব্যাচে জনপ্রশাসনানে চাকরি নেন।

Manual8 Ad Code

এছাড়া ৩ জন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।

বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়।

Manual6 Ad Code

আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়।

Manual7 Ad Code

অপরদিকে চাকরির বয়স শেষ হওয়ায় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. নূরুল আমিনকে আগামী ৯ জুন থেকে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে ১৪ জুন থেকে অবসর দেওয়া হয়।

Manual1 Ad Code
Manual7 Ad Code