প্রচ্ছদ

বর্ণবাদ থামাতে ‘আহতদের কণ্ঠস্বর’ শুনতে হবে: জর্জ বুশ

  |  ১৪:০৮, জুন ০৩, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual3 Ad Code

জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যাকে ‘পাশবিক’ মন্তব্য করে বিচারের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের প্রশংসা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

Manual4 Ad Code

মঙ্গলবার বিবৃতিতে বুশ বলেন, ‘পদ্ধতিগত বর্ণবাদ থামাতে হলে অসংখ্য আহত মানুষের কণ্ঠস্বরকে শুনতে হবে।’

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনায় প্রথমবার মতামত জানাতে গিয়ে বুশ বলেন, ‘এখন লেকচার দেয়ার সময় নয়। সময় এখন শিক্ষা নেয়ার। নিজের দেশে অনেক আফ্রিকান-আমেরিকান তরুণ হয়রানির শিকার হচ্ছে। এটা অনেক কষ্টের। দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানুষের এই আন্দোলন এবং মিছিলই উন্নত ভবিষ্যতের শক্তি।’

Manual5 Ad Code

আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশের অবিচার এবং পাশবিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমি আর লরা বুশ খুবই বিরক্ত।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলায় হাঁটু চেপে হত্যা করেন চার শ্বেতাঙ্গ পুলিশ। এই ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ভাইরাল শুরু হয় আন্দোলন। সেই আন্দোলন থামাতে ট্রাম্প প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code