প্রচ্ছদ

সোচ্চার গোটা বিশ্বের অ্যাথলিটরা ফ্লয়েড হত্যার বিরুদ্ধে

  |  ১৩:৫৪, জুন ০৩, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস অঙ্গরাজ্যে পুলিশের নির্যাতনে প্রাণ হারিয়েছেন দেশটির নাগরিক জর্জ ফ্লয়েড। এনিয়ে বিশ্বজুড়ে বইছে প্রতিবাদের ঝড়। ফ্লয়েড হত্যার প্রতিবাদে সামিল ইউরোপের ক্রীড়াঙ্গনও।

জর্জ ফ্লয়েড পুলিশের হাঁটুর চাপে যেভাবে প্রাণ হারায়। ঠিক সেই ভঙ্গি প্রদর্শন করেই সোমবার অ্যানফিল্ডে নিজেদের অনুশীলনে প্রতিবাদ জানিয়েছেন লিভারপুলের ফুটবলাররা। স্বাভাবিকভাবেই এ ঘটনায় অন্যদের চাইতে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ক্ষোভটা একটু বেশি প্রকাশিত হচ্ছে।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লয়েড হত্যার প্রতিবাদ জানিয়েছেন ম্যান ইউয়ের দুই তারকা পল পগবা ও জেসি লিংগার্ড। প্রায় নিয়মিত বর্ণবাদের শিকার বনে যাওয়া মারিও বালোত্তেলিও প্রতিবাদের সামিল হয়েছেন।

এদিকে, প্রতিবাদ চলছে জার্মান লিগেও। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে গোলদাতা ইংলিশ ফরোয়ার্ড জর্ডান সানচোও ফ্লয়েড হত্যার বিচার দাবি করেছেন। বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার গোটা বিশ্বের অ্যাথলিটরা।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code