প্রচ্ছদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত

  |  ২০:৩৭, জুন ০১, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

Manual4 Ad Code

মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনও ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি সুস্থ আছেন। সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।

Manual3 Ad Code

পরিবারের পক্ষ থেকে তার আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

Manual6 Ad Code

এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

সোমবার (১ জুন) দুপুরে নিউমোনিয়া সংক্রমণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন, তার শরীরের অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তিনি আরও জানান, এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে তার। এর ওপর নিউমোনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিতে হয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। জরুরি দরকার হলে সিএমএইচে নিয়ে যাবো। প্রধানমন্ত্রীও সিএমএইচে কথা বলে রেখেছেন।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code