করোনা : সিলেটে সুস্থ হলেন আরও ৪ জন
প্রকাশিত হয়েছে | ১১:৫২, মে ০৯, ২০২০
www.adarshabarta.com

আদর্শবার্তা ডেস্ক:
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
শনিবার (৯ মে) বেলা ১টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা চারজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।