প্রচ্ছদ

৩১তম ওয়াজিদ আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  |  ০৭:৪৬, নভেম্বর ০৮, ২০২২
www.adarshabarta.com

 

সিলেট অফিস:

সিলেটের বিশ্বনাথের কামাল বাজার এলাকার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ৩১তম ওয়াজিদ আলী স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার বিশ্ব^নাথ ও দক্ষিন সুরমা উপজেলার ২৫টি বিদ্যালয়ের ১৫০জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, কামাল বাজার ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, বৃত্তির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা সম্পাদক মোঃ মকব্বির আলী, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আ.হ.ম গোলাম রব হাসনু, সাধারন সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকলিছ আলী, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব আলী, বড়খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ অলিউর রহমান, টুকেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন চন্দ্র দাস, গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভোলপমেন্ট এসোসিয়েশন সভাপতি সামসুল হক, সমাজসেবী ফয়সল আহমদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বৃত্তি পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আজম আলী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুক আহমদ, সম্পাদক মাসুদ আলম, সদস্য সাইফুল আলম, মতিউর রহমান, রুবেল আহমদ, বুরহান হোসেন, আল আমিন, শাহিন আহমদ প্রমূখ।