প্রচ্ছদ

চলে গেলেন জনপ্রিয় ইসলামী গণ সংগীত শিল্পী মিছবাহ উদ্দিন : আমরা শোকাহত

  |  ০১:৫৭, জুলাই ০৩, ২০২২
www.adarshabarta.com

মহাপ্রভু আল্লাহর সান্ন্যিধ্যে চলে গেলেন জনপ্রিয় ইসলামী গণ সংগীত শিল্পী মিছবাহ উদ্দিন : আমরা শোকাহত


কে এম আবুতাহের চৌধুরী:

সিলেট জেলার বিশ্বনাথের কৃতি সন্তান ইসলামী গণ সংগীত শিল্পী ও জাতীয় কবি নজরুল ইসলামের ইসলামী গানের শিল্পী মো: মিছবাহ উদ্দিন আর নেই।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।তিনি শনিবার রাতে ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।
এর আগে দুইবার তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ।ঢাকায়ও ইবনে সিনা হাসপাতালে ছিলেন ।
তিনি সিলেট শহরের আখালিতে পরিবার নিয়ে বসবাস করতেন ।
তিনি দুইবার যুক্তরাজ্য সফরে আসেন ।এদেশে আসার পর তাঁর ইসলামী সংগীত শুনে আমি মুগ্ধ হই ।রেনেসাঁ সাহিত্য মজলিসের পক্ষ থেকে একক গণ সংগীতের আসরের আয়োজন করি ।চ্যানেল এস প্রোগ্রামের ব্যবস্থা করি।এনটিভিতে আমার পরিচালনায় লাইভ অনুষ্ঠান করি ।
তিনি দেশের টানে বাংলাদেশে ফিরে যান এবং অসুস্থ হয়ে পড়েন ।কিডনী ও ফুসফুসে সমস্যা দেখা দেয় ।বৃটেন ,কানাডা ও অন্যান্য দেশ থেকে বন্ধু বান্ধবরা চিকিৎসা সেবায় সহযোগিতা করেন ।শেষ পর্যন্ত তিনি চলে গেলেন সৃষ্টিকরতার কাছে ।আমার সাথে প্রতি সপ্তাহে কথা হতো ।তিনি টেলিফোনে কবি নজরুল গীতি শোনাতেন ।
জনাব মিছবাহ উদ্দিনের মৃত্যুতে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি ও সকলের দোয়া কামনা করছি ।মহান আল্লাহ দ্বীন ইসলামের আওয়াজকে গানের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার মেহনতকে কবুল করুন ও বেহেশবাসী করুন ।