প্রচ্ছদ

সৌমিকের জন্য শোক গাঁথা

  |  ০৪:৫২, ডিসেম্বর ২৭, ২০২১
www.adarshabarta.com
সাইফুর রহমান কায়েস:
সৌমিক, ভাই আমার এতো দ্রুত তুমি চলে গেলে! আরেকটি আলোকবর্ষ হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে তোমাকে ফিরে পেতে।
বাইশ বছরের জীবন- ক্ষণজন্মকালব্যাপ্তিতে আমাদের সকল স্বপ্নেরও যেনো মৃত্যু হলো।
এ যে রাহুর গ্রাস! যেনো কাটছে না কিছুতেই।
তোমার দারুণ সৌম্যকান্তিতে মেধার দ্যুতিজীব ছিলো, অরূপ রূপের আলোয় উদ্ভাসিত ছিলে তুমি ভাই আমার চিরকালীন শিশুর মতো।
তোমার অকালে চলে যাওয়া আমাদের অশ্রুনদীতে বান ডেকে নিয়ে এলো। মৃত্যু মানুষের অমোঘ নিয়তি জানি। কিন্তু এই নিয়তি আমাদের কাম্য ছিলো না। সড়ক দুর্ঘটনায় আমি বেচে গেলেও তুমি চলে গেলে ভাই আমার। তোমার জন্য শোক কিভাবে যাপন করবো ভাই আমার। উজাইল মাথায় বারি। গত বছর নয়ন গেলো অতিমারীর গ্রাসে। সে শোকই এখনো কাটিয়ে উঠতে পারি নি- আমরা। তোমাকে আল্লাহ বেহেশত নসিব করুন। রক্তস্রোতবাহী এই পলল ভূমিই হোক তোমার শান্তির নিবাস- ভাই আমার। ক্ষমা করে দিও।
বেদনাবিধূরিত স্মৃতি নিয়ে আমাদেরকে আগামী দিনগুলো বেচে থাকতে হবে। নিঃসঙ্গতাকেই উদযাপন করতে হবে- ভেবে আমাদের হৃদয় অন্তঃক্ষরা ফল্গুধারা হয়ে যাচ্ছে। ফালিফালি করে কাটা জোছনায় জানি আমরা তোমার মুখটিই খুজে ফিরবো যাদুকাটার নীলজলে’…
নীলারুণ কৈশোর পেরিয়ে সদ্যজাত যুবকের সুঠাম শরীরে আমরা আজন্ম খুজে ফিরবো দ্রোহের চিহ্ন- রক্তমাখা তোমার ব্লেজারে
তুমি ছিলে এক তারকা। তারার দ্যাশ থেকেই তুমি এসেছিলে বলে তারার রাজ্যেই ফিরে গেলে ভাই আমার। চান কপালী নয়নের অনুগামী তুমিও হলে বলে আমরা তোমাকে ধারণ করতে পারি নি। দ্রাবিড় হয়ে চিরহরিৎ পত্রপল্লবে সুসজ্জিত হয়ে লাল পলাশের বনে তোমার হারিয়ে যাওয়া আমাদেরকে ব্যথিত করে তুলবে।
উঠোনের এক কোণে নিরিবিলি বসে থেকে তুমি কি শোক সায়রে আমাদেরকে ভাসানোর কথাই ভাবতে? তোমার বিদায় আমাদেরকে অচ্যুৎ করে দিলো।
দশ ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলে তুমি। কিন্তু সবার আগেই তুমি চলে গেলে, ভাই সৌমিক।
এই পৃথিবীতে তোমার কতো কিছুই করবার ছিলো। কতো কিছুই দেবার ছিলো। রূপরস জারিত হয়ে তুমিই ফুল হয়ে ফুটেছিলে আমাদের মাঝে। আমরা তোমার সকল না থাকাটাই শুধু অনুভব করবো। তোমার শূন্যতা অনেকদিন পর্যন্ত আমাদের ব্যথাতুর করে রাখবে। সোম্যকান্তির সুদর্শন লাজুক ভাইটিকেই খুজে ফিরবো আমরা। ঘুম আর আসবে না কোনোদিন চোখে আমাদের। তোমার ফেরার অপেক্ষায় আমরা বসে থাকবো পথ চেয়ে। ঈসাখার অশ্বখুরধ্বনিময় ধ্বনিতে মুখরিত করে তুলবে তুমি- দশদিগন্ত, ঘুঙ্ঘুর রহিবে তোমার রাঙা চরণে…
আসমুদ্দুরহিমাচল জুড়ে শুভ্রতা ছড়াবে তুমি…
মুগ্ধ’য়ে চেয়ে রইবো তবুও এক অনিঃশেষ বেদনার আর্তি নিয়ে………!