প্রচ্ছদ

বাইডেন ১৪.২ মিলিয়ন, ট্রাম্প ১০.১: আগাম ভোটের ফল

  |  ১৩:০৭, অক্টোবর ২২, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual7 Ad Code

এনবিসি নিউজের ভোটার ট্র্যাকার অনুসারে পাওয়া তথ্যে জানা গেছে, আগাম ভোটের ফলাফলে এগিয়ে আছেন জো বাইডেন। প্রাথমিক ভোটের এই তথ্য সরবরাহ করেছে রাজনৈতিক ডেটাফার্ম ‌‘‌‌টার্গেটস্মার্ট’।

২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি স্টেটের ২৯ মিলিয়নেরও বেশি মানুষ অগ্রিম ভোট দিয়েছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন ভোট।

জানা গেছে, আমেরিকার ৫১টি স্টেটের মধ্যে ডেমোক্র্যাটরা ৩২টিতে এগিয়ে আছে। অনিশ্চয়তাপূর্ণ স্টেট ফ্লোরিডা ও মিনেসোটায় রিপাবলিকানরা ২০ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে আছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে শতকরা ৩৬ পয়েন্টে।

Manual6 Ad Code

তবে এবার অনিশ্চয়তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ার মতো কয়েকটি স্টেট। এখানেই হবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মূলত: তাদের ভোটেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code