প্রচ্ছদ

বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন

  |  ০৯:৫৪, এপ্রিল ২৯, ২০২০
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি, আদর্শবার্তা :

Manual1 Ad Code

বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তার মুখপাত্র। তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন।

গতকাল মঙ্গলবার তার মুখপাত্র জানায়, কোলন ইনফেকশনের কারণে অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

নিউরোন্ডোক্রেইন রোগে ভুগছিলেন ইরফান খান। ২০১৮ সালে প্রথম এই রোগে আক্রান্ত হওয়ার খবর জানান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান। এরপর চিকিৎসার জন্য দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। পাশাপাশি সিনেমা থেকেও দূরে ছিলেন। তবে বিরতি ভেঙে গত মার্চে মুক্তি পেয়েছে তার আংরেজি মিডিয়াম সিনেমাটি।

সম্প্রতি মাকে হারিয়েছেন ইরফান। এই অভিনেতার মা ভারতের জয়পুরে থাকতেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। তাই বিদায়বেলা মায়ের পাশে থাকতে পারেননি। ভিডিও কলের মাধ্যমে মাকে শেষ বিদায় জানিয়েছিলেন।

Manual7 Ad Code

এদিকে, ইরফান খানের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code