প্রচ্ছদ

ইগা স্যুয়াতেক ফরাসি ওপেনে নতুন চ্যাম্পিয়ন

  |  ১২:২০, অক্টোবর ১১, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

ইতিহাস গড়ে ফরাসি ওপেনে নতুন চ্যাম্পিয়ন হয়েছেন ইগা স্যুয়াতেক। ১৯ বছর বয়সী স্যুয়াতেক শিরোপা জিতলেন সোফিয়া কেনিনকে হারিয়ে। এটি তার প্রথম গ্ল্যান্ড স্লাম শিরোপা। একই সঙ্গে পোল্যান্ডের হয়ে কোনো গ্র্যান্ড স্লাম আসরে এককে শিরোপা জেতা এটিই প্রথম।

Manual4 Ad Code

১০ অক্টোবর শনিবার প্যারিসের রোলাঁ গারোঁয় নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তারকা কেনিনকে ৬-৪, ৬-১ এ হারান স্যুয়াতেক। টুর্নামেন্টে কোনো সেট না হেরে শিরোপা জিতলেন এই কিশোরী।

১৯৯২ সালের চ্যাম্পিয়ন মনিকা সেলেসের পর সর্বকনিষ্ঠ হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন স্যুয়াতেক। এই পোলিশ তারকা এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালে পা রেখেছিলেন। র‌্যাঙ্কিংয়ের ৫৪ নম্বর বাছাই তারকার অবশ্য জুনিয়র উইম্বলডন শিরোপা জয়ের কৃতিত্ব আছে। তবে এই আসরে তাকে নিয়ে শুরুতে বাজি ধরার লোক কমই ছিল।

Manual7 Ad Code

স্যুয়াতেক অবশ্য বিস্ময়ের পর বিস্ময় উপহার দিয়ে এগিয়েছেন। চতুর্থ রাউন্ডে যেমন এই স্যুয়াতেকই বিদায় করেছিলেন ফেভারিটের তকমা নিয়ে আসর শুরু করা সিমোনা হালেপকে। ১৯৩৯ সালের পর প্রথম কোনো পোলিশ তারকা হিসেবে ফরাসি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠেছিলেন।

Manual3 Ad Code

সেই স্যুয়াতেক ফাইনালে স্বপ্ন ভাঙলেন কেনিনের, যিনি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতেছিলেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code