প্রচ্ছদ

ভ্যাকসিনের নীলনকশা প্রকাশমডার্না ও ফাইজারের

  |  ১০:৩৯, সেপ্টেম্বর ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual2 Ad Code

বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে করোনা ভ্যাকসিনের নীলনকশা প্রকাশ করেছে মার্কিন জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। আরেক মার্কিন কোম্পানি ফাইজারও তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের নীলনকশা প্রকাশ করেছে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোম্পানি দুটি তাদের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের নীলনকশা বা ব্লুপ্রিন্ট প্রকাশ করে।

Manual1 Ad Code

জানা গেছে, ভ্যাকসিনের পরীক্ষা নিয়ে স্বচ্ছতার জন্যই কোম্পানি দুটি এই নীলনকশা প্রকাশ করেছে। এই দুটি কোম্পানির সম্ভাব্য করোনা ভ্যাকসিনই চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়ালে রয়েছে।

Manual2 Ad Code

মডার্না ও ফাইজার করোনা ভ্যাকসিনের নীলনকশা প্রকাশ করায় এখন অন্য টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও তথ্য প্রকাশের জন্য চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ভ্যাকসিন-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭ সেপ্টেম্বর বুধবার বলেছেন, অক্টোবরেই যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে। অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, আমি ট্রাম্পকে বিশ্বাস করি না।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন অনুমোদনদাতা সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে (এফডিএ) হোয়াইট হাউস চাপ দিয়ে টিকার অনুমোদন করাতে বাধ্য করতে পারে।

এদিকে বৃহস্পতিবার মডার্নার প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল বলেছেন, তাদের ভ্যাকসিনের ফলাফল নভেম্বরের মধ্যেই জানা যাবে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code