প্রচ্ছদ

দাবানলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য

  |  ১৩:৪৯, সেপ্টেম্বর ১৮, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে:

Manual7 Ad Code

দাবানলে ভয়াবহ হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য। অগ্নিনির্বাপণ দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের ওরেগন এবং সংলগ্ন কয়েকটি অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলের সঙ্গে ২৪ ঘণ্টা লড়াই করে চলেছেন। দাবানলের ফলে সৃষ্ট কালো ধোঁয়ার উপস্থিতি স্থানীয় সময় গত বুধবার কয়েক হাজার মাইল দূরের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য—নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি থেকেও অনুভূত হয়।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের এই দাবানলের সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। তবে এখন দাবানলের ভয়াবহ গ্রাসে বিধ্বস্ত হচ্ছে ওরেগন অঙ্গরাজ্যটি। অঙ্গরাজ্যের গভর্নর কেইট ব্রাউন বলেছেন, এই দাবানল আমাদের সামর্থ্য ফুরিয়ে দিচ্ছে। লাখ লাখ হেক্টর জমি ভস্মীভূত হয়েছে এবং বহু জনপদ নিশ্চিহ্ন হয়েছে।

Manual4 Ad Code

ওরেগনে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে; তাই আগুন ও ধোঁয়াকে কিছুটা আয়ত্তে আনা যাবে বলে আবহাওয়াবিদদের ধারণা। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় বেশির ভাগ অঙ্গরাজ্যের বাতাসে দূষণের মাত্রা মারাত্মক অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। নিউইয়র্কের জাতীয় আবহাওয়া বিভাগ গত মঙ্গলবার জানিয়েছিল, এই অঙ্গরাজ্যের আকাশে ২৫ হাজার ফুট ওপর দিয়ে ধোঁয়া প্রবাহিত হচ্ছে। সেদিন ওয়াশিংটন ডিসির আকাশও ঘোলাটে ছিল।

Manual4 Ad Code

গত মাস থেকে শুরু হওয়া এই দাবানল এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। পুড়ে গেছে হাজার হাজার একর ভূমি। শত শত বাড়িঘর পুড়ে গিয়ে লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

Manual1 Ad Code
Manual7 Ad Code