প্রচ্ছদ

এবার বাইডেনকে ড্রাগ টেস্ট করার আহ্বান ট্রাম্পের

  |  ০৮:৪৩, আগস্ট ২৭, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগামী মাসে প্রথমবারের মতো বিতর্কে অংশ নেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন। এই বিতর্কের আগে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী জো বাইডেনকে ড্রাগ টেস্ট করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নিজেও ড্রাগ টেস্ট করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনারকে ট্রাম্প বলেন, সম্প্রতি ডেমোক্রেটিক টিভি বিতর্কে হঠাৎ করেই ভালো পারফর্মেন্স দেখাচ্ছেন বাইডেন।

Manual4 Ad Code

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন। তাকেও ড্রাগ টেস্ট করাতে বলেছিলেন ট্রাম্প। সরাসরি চূড়ান্ত টিভি বিতর্কের আগে তিনি হিলারিকে এ চ্যালেঞ্জ জানান। ট্রাম্পের সেই চ্যালেঞ্জকে মোটেও পাত্তা দেয়নি হিলারির নির্বাচনী প্রচারণা ক্যাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে তিনটি বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও বাইডেন।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code