প্রচ্ছদ

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যৌথ অনুষ্ঠান করবে বাংলাদেশ-ভারত

  |  ১০:০৩, আগস্ট ২২, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক : ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব যৌথভাবে পালন করবে বাংলাদেশ ও ভারত। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভারত আমাদের কাছের প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারাও রক্ত দিয়েছে। আগামী বছর আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করব। এ উৎসবে অনেক অনুষ্ঠান দু’দেশ মিলে করবে। এজন্য আলাপ-আলোচনাও চলছে।’
বুধবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী শ্রমিকদের ফেরত পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের নতুন নতুন আইন-ই জটিলতার কারণ। তবে এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।’

Manual6 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী ৩ দিনের সফরে মঙ্গলবার দুপুরে নিজ এলাকায় পৌঁছেন। বুধবার সকালে তিনি জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচনের পরে তাতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Manual1 Ad Code
Manual4 Ad Code