প্রচ্ছদ

অরল্যান্ডোতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  |  ০৭:৩৯, আগস্ট ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজ :

Manual1 Ad Code

জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ ভর্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গত ১৫ ই আগষ্ট শনিবার দুপুর দেড়টায় হোয়াটস্ অ্যাপের গ্রুপ কলের মাধ্যমে। এতে শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।বক্তারা ১৫ ই আগষ্ট জাতির জনক বংগবনধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নৃশংসতম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ খুনিচক্র ও তাদের দোসরদের বিচারের সম্মুখীন করা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের নিবিড় ঐক্য গড়ার আহবান জানান।
বক্তাদের আলোচনায় ফুটে উঠে ৪৫ বছর পর আজও আলোর উদ্ভাসনে,সঙ্কটে-সম্ভাবনায় বাঙালীর মানসপটে চিরজাগরুক জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান।বঙ্গঁবন্ধু ছিলেন কালের বরপুত্র, বিশ্বের নীপিডিত বন্চিত,শোষিত মানুষের অনুপ্রেরণা।নতুন প্রজন্ম বঙ্গঁবন্ধুকে চোখে দেখেনি, দেখেছে তার সৃষ্টি, দেখেছে তার কর্ম।তাই এক মুজিব লোকান্তরে,লক্ষ মুজিব ঘরে ঘরে। মানুষের মনের মাঝে বঙ্গঁবন্ধু,তাকে দমিত করার শক্তি কারো নেই।সকলের বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল বাঙালী যদি হয় একটি স্বপ্নের নাম,আকাঙ্খার নাম,সংগ্রামের নাম,সফলতার নাম তবে তার মহান স্থপতি,রুপকার ছিলেন জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান।

আলোচনায় অংশ নেন সর্ব মাহাবুবুর রহমান মিলন,কুদরত আলী,ফকরুল আহসান শেলী,মুজিবুর রহমান,মুজিবউদ্দিন,দিদারুল আলম,কুদরত মোহাম্মাদ,করিমউজজামান শামসুস তোহা ও মোয়াজ্জেম ইকবাল। পরিশেষে সৃষ্টিকর্তার দরবারে মোঃ জসীমউদ্দিন প্রানময়ী মোনাজাতে বঙ্গঁবন্ধু তার পরিবার সহ সহকর্মী যারা শহীদ হয়েছেন তাদের আত্বার মাগফেরাত কামনা করা হয়।এ সময় বেদনায় শোকে অশ্রুজলে সকল মোনাজাতকারীর গুমড়ে ওঠলে এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারনা হয়।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code