প্রচ্ছদ

প্রস্তাবিত এড়া বরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ-এর সভা অনুস্টিত

  |  ১৯:১৯, আগস্ট ১২, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

নবীগঞ্জ হবিগঞ্জ প্রস্তাবিত এড়া বরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ আউকান্দি ইউনিয়ন এড়া বরাক খাল খনন এলাকা নিয়ে ঘটিত সমিতির সভা অনুস্টিত হয়েছে। বুধবার (১২আগস্ট ২০২০) অনুস্টিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আতাউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিএস সিলেট হাবিবুর রহমান বিশেষ অতিথি ফাসিটেটর দুলাল মৃধা এলজিইডি হবিগঞ্জ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের চলমান চেয়ারম্যন মোহিবুর রহমান হারুন।
আরোও উপস্থিত ছিলেন ওসি কমিটির সদস্য আতাউর রহমান, মুজিবুর রহমান (শামসুল হক), মোহাম্মদ মছদ্দর আলী, মোহাম্মদ শফিউল আলম হেলাল, কাজী আলহাজ্ব এম এম শাহেদ মিয়া, ফজলুল করিম, খালেদ আহমেদ জজ,লাভলী বেগম, ঝরনা বেগম ও রাশেদা বেগম প্রমুখ। (বিজ্ঞপ্তি)।

Manual1 Ad Code
Manual6 Ad Code