প্রচ্ছদ

নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন এমন প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প

  |  ১৮:৪০, জুলাই ২১, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual6 Ad Code

করোনাভাইরাসের হানায় লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ওকলাহোমায় নির্বাচনী সমাবেশেরও আয়োজন করেন।
এছাড়া, এই নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন এমন প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।
রবিবার ফক্স নিউজে প্রচারিত সংবাদিক ক্রিস ওয়ালেসের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না তার শতভাগ গ্যারান্টি দেয়ার মতো সময় এখনও আসেনি। ২০১৬ সালের নির্বাচনের আগেও ডেমোক্রেটরা জিতলে ফলাফল না মানার ঘোষণা দিয়েছিলেন এ রিপাবলিকান নেতা। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাকে দেখতে হবে… আমি হ্যাঁ-ও বলব না, না-ও বলব না। আমি গতবারও তো বলিনি।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code