প্রচ্ছদ

ফাহিম সালেহ-এর হত্যার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  |  ০৯:৪৮, জুলাই ১৮, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মোঃ নাসির / হেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র থেকে :

১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার সন্ধায় সাড়ে ৭টায় নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ফাহিম সালেহ-এর হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন ইউএস বাংলাদেশ কো-অপারেশন (ইউবকো) US Bangladesh Cooperation [UBCO]এর প্রেসিডেন্ট জসীম উদ্দিন বিক্ষোভ সমাবেশে তার বক্তব্য কালে বলেন ৪৮ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখনও এনওয়াইপিডি ফাহিম সালেহ্ হত্যার পেশাদার খুনিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন।অনতিবিলম্বে খুনিকে গ্রেপ্তার করার জন্য নিউইর্য়ক সিটির মেয়র বিল জি ব্যাজিও প্রতি আহব্বান জানান। ফাহিম সালেহ্ ছিলেন একজন প্রতিভাবান আইটি বিশেষজ্ঞ বাংলাদেশসহ পৃথিবীর কয়েকটি দেশে শেয়ার রাইড এর উদ্ভাবনি প্রকল্প ফাহিমের প্রতিভার বিকাশ। খবর বাপসনিঊজ।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও (ইউবকো) এর উপদেষ্টা এবং IBNTV এর চেয়ারম্যান হাকিকুল ইসলাম খোকন, (ইউবকো) উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহমান, ইউবকো সহ-সভাপতি পলাশ, ইউবকো সাধারণ সম্পাদক আবুল হায়াত, কমিউনিটি নেতা ইশতিয়াক আহম্মেদ সহ আরোও অনেকে।উল্লেখ্য, এ সমাবেশের পরই খুনি টাইরেস ডেভন হাসপিলকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code