প্রচ্ছদ

করোনার ভ্যাকসিন পাওয়া যাবে বছর শেষের আগেই ড. ফাউসি

  |  ০৬:৩৫, জুলাই ১৭, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউসি ইঙ্গিত দিয়েছেন, ২০২০ সাল শেষ হবার আগেই করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে দেশটি।

Manual4 Ad Code

এর মধ্যে মার্কিন ওষুধ কোম্পানি মডার্না মার্কিন সরকারের সহায়তায় করোনার যে ভ্যাকসিন তৈরি করেছে তার পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

রয়টার্সকে হোয়াইট হাউসের করোনা ট্রাস্কফোর্সের শীর্ষ এই সদস্য জানান, প্রস্তাবিত সময়সূচি নিয়ে আমি খুশি। চীন যুক্তরাষ্ট্রের আগে ভ্যাকসিন পেয়ে গেল কিনা সেটা নিয়ে তার কোন ‘মাথাব্যথা’ নেই বলে জানান ফাউসি।

Manual1 Ad Code

তিনি বলেন, সবার গবেষণাই মোটামুটি এক পথে এগোচ্ছে। তারা (চীন) আমাদের খুব আগেই কিছু বের করে ফেলবে না। এটা নিশ্চিত।

অন্যান্য বিজ্ঞানীদের মতো ড. ফাউসিও বলছেন করোনাভাইরাস নিয়ে এখনও অনেক অজানা প্রশ্ন রয়ে গেছে যার মধ্যে একটা হল ভ্যাকসিন বা টিকা যে ইমিউনিটি দেবে তা কতদিন স্থায়ী হবে।

মডার্নার সম্ভাব্য করোনা প্রতিরোধী ভ্যাকসিন (mRNA-1237) প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী সবার শরীরে ‘নিরাপদ’ এবং ‘কার্যকর অ্যান্টিবডি’ তৈরি করেছে বলে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে দাবি করা হয়েছে।

Manual6 Ad Code

গতকাল মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, এই টিকাটির ডেটা যুক্তরাষ্ট্রের প্রথম করোনো প্রতিরোধী টিকা হিসেবে কোনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে।

Manual5 Ad Code

জুলাইয়ের ২৭ তারিখ ভ্যাকসিনটির চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের ট্রায়াল করতে যাচ্ছে মর্ডানা।

Manual1 Ad Code
Manual3 Ad Code