প্রচ্ছদ

নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে করটেজের জয়

  |  ১০:০৩, জুন ২৫, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

Manual6 Ad Code

নিউইয়র্ক কংগ্রেসনাল ডেমোক্র্যাট প্রাইমারিতে
আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ (৩১) বিপুল বিজয় পেয়েছেন। ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক স্টেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে নিউইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর প্রার্থী আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ এ জয় পান। নির্বাচণে ভোট গণনা শেষে ৭৪% ভোট পেয়ে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজ এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যাবরেরা পেয়েছেন মাত্র ১২% ভোট। এ আসনে বাংলাদেশি বংশোদ্ভূত বদরুন খান মিতা পেয়েছেন মাত্র ৫% ভোট। বেশ কয়েক হাজার ব্যালট ডাকযোগে এখনও না এলেও শীর্ষস্থানীয় সকল গণমাধ্যমে করটেজকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। ডাকযোগে আসা সকল ভোট যদি ক্যাবরেরা পেয়ে যান তবুও আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো করটেজের ধারেকাছেও আসতে পারবেন না। উল্লেখ্য, ৩ নভেম্বর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code