প্রচ্ছদ

জর্জ ফ্লয়েড হত্যা: এখনো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে

  |  ০৭:৪২, জুন ০৮, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এখনো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। বিক্ষোভের ১৩ তম দিনেও রাজপথে হাজার হাজার মানুষের ঢল। তবে বিক্ষোভ আগের চেয়ে শান্তিপূর্ণ হওয়ায় বেশির ভাগ রাজ্যে তুলে নেয়া হয়েছে কারফিউ।

Manual4 Ad Code

শিকাগোতে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল রাখার ঘোষণা দিয়েছে রাজ্যের মেয়র। পরিস্থিতি আগের থেকে ভাল হওয়ায় গতকাল (রোববার) লস আঙ্গেলেস ত্যাগ করেছে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের জন্য বরাদ্দকৃত তহবিল কমিয়ে আনার কথা ভাবছেন শহরটির কাউন্সিলের সভাপতি। ওদিকে বিক্ষোভে সমর্থন দিয়ে বিক্ষোভকারীদের সাথে মিছিল করেছে সাউথ ক্যারোলিনার পুলিশ প্রধান।

Manual5 Ad Code

অন্যদিকে যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও উত্তাল ছিল বিশ্বের বিভিন্ন দেশ। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শ্লোগানে বিক্ষোভ হয়েছে মেক্সিকো, ব্রাজিল, বেলজিয়াম এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে।

Manual5 Ad Code

গেল রোববার যুক্তরাজ্যে বিক্ষোভ চলাকালে অন্তত ১২জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code