প্রচ্ছদ

বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র সভাপতি শাহিন এবং সম্পাদক কমরেড খন্দকার

  |  ১৭:৩৬, জুন ০৭, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

হাকিকুল ইসলাম খোকন / মোঃ নাসির, বাপসনিউজ :

Manual8 Ad Code

বাংলাদেশ প্রেসক্লাব ইতালি’র সভাপতি পদে শাহিন খলিল কাউছার ও সাধারন সম্পাদক পদে কমরেড খোন্দকার নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার রাজধানী রোমের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রথম কাউন্সিলের প্রথম অধিবেশনে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং আল আমিনের পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শা‌হিন খলিল কাউছারকে সভাপতি এবং কমরেড খোন্দকারকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এসময় করোনা পরিস্থিতিতে রোমের বাইরে বসবাসরত সদস্যরা উপস্থিত থাকতে না পারায় জুমের মাধ্যমে তাদেরকে কাউন্সিলে সংযোগ করা হয়। নব নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক জানান অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে এবং অভিষেকের মধ্যে দিয়ে তারা তাদের দায়িত্ব বুঝে নিবেন। শাহিন খলিল কাউছার লন্ডন টাইমস্ নিউজের পরিচালক ও গাজী টিভি’র ইতালি প্রতিনিধি এবং কমরেড খোন্দকার দৈনিক ঢাকা টাইমসের ইউরোপ ব্যুরো প্রধান। শাহিন খলিল কাউছার সভাপতি ও কমরেড খন্দকার সাধারন সম্পাদক নিবাচিত হওয়ায় আমেরিকায় বসবাসরত সাংবাদিকগের পক্ষথেকে অভিবাদন জানিয়েছেন শিশু সাহিত্যিক হাসানুর রহমান,সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহ ঊদ্দিন, সংবাদিক মোঃ নাসির, সাংবাদিক হেলাল মাহমুদ, সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল ,ওসমান গনি, সুহাস বডুয়া সহ আরো অনেকে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code