প্রচ্ছদ

জাপানে করোনার ধাক্কায় জিডিপি কমেছে ৩.৪%

  |  ১০:১৬, মে ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual6 Ad Code

করোনাভাইরাসের ধাক্কায় বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তাতে চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনসহ অন্য দেশগুলোর মতো মন্দায় পড়েছে এশিয়ার বড় অর্থনীতির দেশ জাপানও।

Manual2 Ad Code

চলতি বছরের প্রথম ৩ মাসে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের জিডিপি ৩ দশমিক ৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সোমবার বিবিসির এক প্রতিবেদন বলা হয়, জাপান সরকারের ধারণা ছিল চলতি বছরের প্রথম কোয়ার্টারে জিডিপি ৫ শতাংশ কমে যাবে। সেই হিসাবে ৩ দশমিক ৪ শতাংশ জিডিপি কমার সংবাদ কিছুটা হলেও স্বস্তির।

Manual7 Ad Code

জাপান বলছে, জানুয়ারি-মার্চ সময়ে দেশটির ভোক্তাদের অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসা কমেছে। রপ্তানিও কমছে ৬ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। যদিও দেশজুড়ে জরুরি অবস্থা জারি করায় ব্যবসা-বাণিজ্য ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকার পরও এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের পুরো প্রভাব দেখা যায়নি।

দেশটির অর্থনীতিবিদদের ধারণা, দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) জিডিপি কমতে পারে ২০ শতাংশ পর্যন্ত। যা হবে এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ কম জিডিপি।

তবুও অনেকে আশা করছেন, দ্রুত তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে সক্ষম হবে দেশটি।

Manual4 Ad Code

সুত্র: চ্যানেল আই অনলাইন

Manual1 Ad Code
Manual6 Ad Code