প্রচ্ছদ

প্যারিসে ব্যাংকার ইকবাল চৌধূরীকে সংবর্ধনা

  |  ১৩:৫২, এপ্রিল ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

ফ্রান্সের প্যারিসে সিলেটের কানাইঘাটের কৃতি সন্তান, লন্ডনে কর্মরত ব্যাংক কর্মকর্তা আহমেদ ইকবাল চৌধুরীর প্যারিস সফর উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। প্যারিসে অবস্হানরত কানাইঘাটবাসীর উদ্যোগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০১৫) সন্ধ্যায় স্হানীয় গারে দু নর্দের একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাক্তিত্ব হাজী জালাল খান। সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শমসুল ইসলাম সমসু, সুয়েব আহমদ, এনাম আহমদ, আজমল চৌধুরী, আফজল চৌধুরী, আহমেদ মুরাদ চৌধুরী, জাবেদ আহমদ প্রমুখ।
সংবর্ধিত ব্যাক্তিত্ব আহমেদ ইকবাল চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রবাসীরা শ্রম ঘামে অর্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে জন্ম ভুমির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। দিন দিন এই রেমিটেন্সের পরিমাণ বেড়েই চলেছে। এতে দেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদের দুঃখ কষ্ট লাগব হচ্ছে।
তিনি দেশে প্রবাসী পররিবার পরিজনের মৌলিক অধিকার সহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সরকারের কাছে জোর দাবী জানান।

Manual1 Ad Code
Manual7 Ad Code