করোনায় ব্রাজিলে একদিনে ৬৬৪ জনের মৃত্যু
  প্রকাশিত হয়েছে    |  ১১:৫২, মে ১০, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    আদর্শবার্তা ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে শনিবার একদিনে নতুন করে ৬৬৪ জনের মৃত্যু হয়েছে। যা আগেরদিনের তুলনায় ১৪০ জন কম।
এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে লাতিন আমেরিকার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০ হাজার ১৬৯ জন। আক্রান্তের সংখ্যাও কিছুটা কমেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৫৬ জনের। এ ছাড়া গুরুতর অবস্থায় রয়েছেন আরো ৮ হাজার ৩১৮ জন।
সংক্রমণ শুরুর পর থেকে ব্রাজিলে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে মোট এক লাখ ৫৬ হাজার ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৬৮৫ জন।

 
										