প্রচ্ছদ

‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না’

  |  ১৮:১৬, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির কারণে হয়রানি ও দুর্নীতির অভিযোগ করে আসছেন সেবাগ্রহিতারা। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের এই বিধান বাতিল করছে সরকার। এখন থেকে পাসপোর্টে পেতে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’ এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code