প্রচ্ছদ

প্রবাসী কর্মীদের জন্য পাঁচ বছর মেয়াদি বীমা চুক্তি

  |  ২০:১৬, মার্চ ১২, ২০২৩
www.adarshabarta.com

Manual7 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থ সামাজিকভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বিমা চালু করেছে। বিমার ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকায় এবং মেয়াদ দুই বছর থেকে পাঁচ বছরে উন্নীত হয়েছে। দিনে দিনে এ বিমার সুবিধা বাড়ানো হবে।
রোববার (১২ মার্চ) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসী কর্মী বিমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইমরান আহমদ বলেন, বাধ্যতামূলক এই বিমার পাশাপাশি প্রবাসীকর্মীদের কল্যাণে আরো সুবিধাযুক্ত অন্যান্য বিমা চালুর উদ্যোগ নেওয়া হবে। বিমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বেনজির আহমেদ বলেন, বিমার আওতায় এলে প্রবাসীকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হচ্ছে। যেসব কর্মী বর্তমানে বিদেশে অবস্থান করছেন তারা সবাই যদি এই বিমার আওতায় আসতে পারে তাহলে আরো ভালো হবে।

Manual1 Ad Code

প্রবাসী কল্যাণ সচিব বলেন, প্রবাসীকর্মীরা যাতে ঝুঁকিমুক্তভাবে বিদেশে তাদের কাজ করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। একই সঙ্গে তাদের ঝুঁকির কথা বিবেচনা করেই প্রবাসী বিমা চালু করা হয়েছে।

প্রবাসীকর্মীদের জন্য বিমা চালুর উদ্যোগটি সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কীভাবে প্রবাসীকর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করার জন্য তিনি বায়রাসহ সব অংশীজনের প্রতি আহ্বান জানান।

Manual2 Ad Code

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হক চৌধুরী।

Manual1 Ad Code
Manual5 Ad Code