প্রচ্ছদ

প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত

  |  ১৪:৫৪, ডিসেম্বর ২৭, ২০২২
www.adarshabarta.com

Manual5 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

ফ্রান্সে সৃজনশীল সাংবাদিকদের পরিবারখ্যাত সংগঠন প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্যারিসের গার্দুনর্দের শাহ রেস্তোরাঁর হল রুমে অনুষ্ঠিত সভায় ফ্রান্সে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্যারিসের সিনিয়র সাংবাদিকেরা অংশ নেন।

Manual8 Ad Code

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহ সুহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় শুরুতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস, বাংলাদেশ কমিউনিটি মসজিদ অভারভিলিয়ের খতিব ও ধর্মীয় খাদেম সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি ফয়সাল ইকবাল হাশমী, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, চাঁদপুর সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি মিজান চৌধুরী মিন্টু, বরিশাল বিভাগীয় সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি মোতালেব খান, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিন, বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিঠুন মাসুদ মিয়া, সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী , ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ , সিনিয়র সহ সভাপতি এম আলী চৌধুরী ,ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুক্তরাজ্য প্রবাসী সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেলু ওয়াদা সেলু, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রবিউল হক, প্যারিস মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক ফারুক, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন , যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, ফটো সাংবাদিক ফরিদ আহমদ রণি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি দেশের কল্যাণে সকল শহীদানের প্রতি শ্রদ্ধা রেখে একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্টানে নব গঠিত কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচছা জানান অতিথিরা।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবুল কালাম মামুন,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহসভাপতি ইকবাল মোহাম্মদ জাফর, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন লাভলু, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ , সহ ক্রীড়া সম্পাদক সাহেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, কার্য নির্বাহী সদস্য মনির মোল্লা প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন- প্রবাসে থেকেও সাংবাদিকতা এক বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জই গ্রহণ করে বস্তুনিষ্টভাবে সাংবাদিকতা করে যাচ্ছেন প্যারিস-বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরাই এখন সাংবাদিকদের অন্যতম প্রধান কাজ।
কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন- আমাদের নতুন প্রজন্মকে ফ্রান্সের মূল ধারায় সম্পৃক্ত করতে সাংবাদিকদের অগ্রণি ভূমিকা রাখতে হবে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code