প্রচ্ছদ

বাংলাদেশীদের ইতালি প্রবেশের পথ খুলল

  |  ২৩:৫০, আগস্ট ৩০, ২০২১
www.adarshabarta.com

Manual6 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :
বাংলাদেশী নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালি। দেশটি জানিয়েছে, দুই ডোজ টিকার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের মধ্যে যাদের রেসিডেন্সি কার্ড রয়েছে তারা দেশটিতে ফিরতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে। সোমবার রোমের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে ইতালিতে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সো ২৮ আগস্ট দেশটিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন, যা ইতালির সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত প্রযোজ্য ধারাগুলো ব্যাখ্যাসহ শিগগিরই জানানো হবে।
ইতালির জারি করা আদেশে বলা হয়েছে, ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি অনুমোদিত টিকা গ্রহণ করতে হবে। এটি সব দেশের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য টিকার সনদ ছাড়াও ফ্লাই করার ৭২ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টে করোনার অবশ্যই নেগেটিভ রিপোর্ট আসতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার টেস্ট করা হবে এবং নিজ খরচে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস ইস্যুতে অনেক দিন থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইতালি। কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত ২৯ জুলাই ইতালি সরকার এ তিন দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে টানা মাস খানেক জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, যা সোমবার শেষ হওয়ার কথা।

Manual1 Ad Code
Manual5 Ad Code