প্রচ্ছদ

প্যারিসে তথ্যমন্ত্রীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন ফ্রান্স প্রবাসীরা

  |  ১৬:৫৪, এপ্রিল ১২, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

দেলওয়ার হোসেন সেলিম, প্যারিস (ফ্রান্স) :

Manual2 Ad Code

ফ্রান্সের সদ্যপ্রয়াত সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০১৯) প্যারিসে আসেন তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি ঐদিন প্যারিসে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সংগে প্রয়াত প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শেষকৃত্যে অংশ গ্রহণ করেন।

ডক্টর হাসান মাহমুদের প্যারিসে আগমন উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা কর্মী, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা গারদ্যু নর্দে জড়ো হয়ে তাকে সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম, ফ্রান্স আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ও বর্তমান ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এম.এ.কাশেম, প্রবীণ আওয়ামীলীগ নেতা মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, গ্রীস যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফ্রান্স যুবলীগ নেতা এম. কামরুল হাসান সেলিম, ফ্রান্স যুবলীগ নেতা সেলিম আল দ্বীন, জুবায়ের আহমদ শিশু, রনি, দবীর আহমদ, শহিদুর রহমান ইসলাম, ইমন,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের যুগ্নসাধারন সম্পাদক আহমদ ইমরান প্রমুখ।

Manual2 Ad Code

এদিকে, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা প্যারিসে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। এতে অংশ গ্রহণ করেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক অপু আলম, সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম, সেক্রেটারী আব্দুল মালেক হিমু ও কোষাধ্যক্ষ সুনন্দন বড়ুয়া।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code