প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ সিডিসির

  |  ১৭:৪৮, এপ্রিল ১০, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :

Manual4 Ad Code

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
গত ২ এপিল এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করেছে সিডিসি। সেখানে বাংলাদেশে কোভিড-১৯ এর উচ্চমাত্রায় সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে। এবং ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (চার মাত্রা) সতর্ক করা হয়েছে। সিডিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছ, ভ্রমণকারীদের বাংলাদেশে ভ্রমণ এড়ানো উচিত হবে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো ভ্রমণকারী টিকার নির্ধারিত ডোজগুলো নিলেও হয়তো কোভিড-১৯-এর বিভিন্ন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার এবং সংক্রমিত করার ঝুঁকিতে থাকবে।
যদি বাংলাদেশে ভ্রমণ করতেই হয়, তা হলে ভ্রমণের আগে টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে।
> এ ছাড়া সিডিসি বাংলাদেশে ভ্রমণকারীদের মাস্ক পরার পরামর্শসহ ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এবং বারবার জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার নিয়ম পালনের কথাও জানিয়েছে সিডিসি।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code