প্রচ্ছদ

কসোভোর নতুন প্রেসিডেন্ট হলেন ভিজোসা ওসমানি

  |  ১৬:০১, এপ্রিল ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :

কসোভোর সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ ভিজোসা ওসমানিকে রবিবার আইনপ্রণেতারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। পার্লামেন্ট স্পিকার গ্লুয়াক কনজুফকা এক ঘোষণায় বলেন, ৩৮ বছর বয়সী আইনের অধ্যাপক ভিজোসা ৮২টি ভোটের মধ্যে ৭১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

ভিজোসা ওসমানি বলেন, রাষ্ট্রকে জোরদার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমি কাজ করে যাবো। আমি হব সবার প্রেসিডেন্ট।

Manual4 Ad Code

তরুণীদের উদ্দেশে দেয়া এক বক্তব্যে ভিজোসা আরও বলেন, কসোভো আজ এক নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। তরুণীরা যা চায় তা করার অধিকার তাদের রয়েছে। তিনি তাদের উদ্দেশে বলেন, তোমাদের সব স্বপ্নই বাস্তবে রূপ নেবে।

Manual8 Ad Code

এদিকে ভিজোসাকে সমর্থন দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কার্তি। দেশের দূর্বল অর্থনীতিকে চাঙ্গা এবং দেশটির প্রায় ৫০ শতাংশ বেকারত্ব দূর করা উভয়ের জন্য এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। এ ছাড়া কোভিড-১৯ মোকাবেলা ও টিকা সংগ্রহ এবং ভেঙেপড়া স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারও তাদের জন্যে অন্যতম চ্যালেঞ্জ।

Manual6 Ad Code

উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ৯শ লোক মারা গেছে।

Manual1 Ad Code
Manual2 Ad Code