প্রচ্ছদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে খুবই পছন্দ চীনের: ট্রাম্প

  |  ০৮:৫৯, মে ০১, ২০২০
www.adarshabarta.com

মো:নাসির, বিশেষ প্রতিনিধি :

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনকে খুবই পছন্দ চীনের। এজন্য দেশটি যে কোনো মূল্যে তাকে প্রেসিডেন্ট হিসবে চায়।

বুধবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে দ্বিতীয় দফায় তার প্রেসিডেন্ট হওয়া সুনিশ্চিত। তাই বিজয়কে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে চীন। কিন্তু আমিও দমবার পাত্র নই, এর উচিত জবাব তৈরি আছে।
ট্রাম্প বলেন, করোনায় যুক্তরাষ্ট্রে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টির মাধ্যমে মূলত তার বিজয় ঠেকানোর নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সময়মতো পদক্ষেপ না নেয়ার অভি্যোগ প্রত্যাখান করেছেন ট্রাম্প। তিনি বলেন, চীনেরই উচিত ছিল আরও দ্রুত বিশ্ববাসীকে করোনাভাইরাসের ব্যাপারে জানানো। কিন্তু, তারা তা না করে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

তিনি আরও বলেন, চীনের ওপর যে চাপ তৈরি হয়েছে , তা সহ্য করতে না পেরেই চীন এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে চাইছে।