প্রচ্ছদ

যুক্তরাজ্য বাদে ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

  |  ০৬:৪০, এপ্রিল ০১, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক :

Manual1 Ad Code

যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

Manual7 Ad Code

ইউরোপের বাইরে ১২টি দেশ হলো- আর্জেন্টিনা, বাহারাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার সাউদ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

এতে উল্লেখ করা হয়েছে, যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোনও নিষেধাজ্ঞা নেই সেসব দেশের যাত্রীদেরও প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট (৭২ ঘণ্টা আগের পরীক্ষা করা) থাকতে হবে। এছাড়া চার দিন বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি করোনার কোনও লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার নির্ধারিতস্থানে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

অন্যদিকে, কেউ যদি করোনার সার্টিফিকেট না নিয়ে আসে তাহলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টি শেষে নিজ খরচে পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টিন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code