প্রচ্ছদ

ডব্লিউএইচও করোনার টিকা বাধ্যতামূলক করার পক্ষে নয়

  |  ০৬:২০, ডিসেম্বর ০৯, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি :

Manual3 Ad Code

করোনার টিকা বাধ্যতামূলক করার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, করোনার টিকা বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বোঝানো অনেক বেশি কার্যকর হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, টিকার গল্প একটি সুসংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়। তিনি আরও বলেন, ‘আমাদের দরকার মানুষকে বোঝানো, রাজি করানো।’

টিকা বাধ্যতামূলক করা হবে কিনা এ ধরনের প্রশ্ন করা হলে ডব্লিউএইচও’র এই কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, তাদের উচিত টিকার নানা দিক নিয়ে মানুষকে বোঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেওয়ার সুযোগ দেওয়া।’

Manual3 Ad Code

এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি না এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে, বিশেষ করে এই টিকার ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে টিকা নিতে বাধ্য করা হচ্ছে এমন কোনো দেশকে আমরা দেখবো।’

Manual2 Ad Code

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৫১টি টিকার মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে ১৩টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এছাড়া আরও ১৬৩টি ভ্যাকসিন ল্যাবরেটরিতে প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code